ভোটে ‘দাঁড়াচ্ছেন না’ প্রিয়াঙ্কা গান্ধী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মার্চ, ২০১৯ ৮:৩৭ অপরাহ্ণ

জাতীয় নির্বাচনের আগে ঘটা করে দলের সাধারণ সম্পাদক হলেও নির্বাচনে লড়বেন না প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা কবে রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন, ভারতজুড়ে এই আলোচনা ছিল দীর্ঘদিনের।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, লোকসভা নির্বাচনে না লড়ে তিনি মন দেবেন প্রচারে।

জানুয়ারিতে প্রিয়াঙ্কা দলে যোগ দেওয়ার পর শোনা গিয়েছিল তিনি প্রার্থী হবেন। সম্ভাব্য আসন হিসেবে উঠে আসছিল রায়বরেলির কথা। এখানকার সাংসদ তার মা সোনিয়া গান্ধী। অনেক দিন ধরে তার আবার শরীর ভালো যাচ্ছে না।

চেহারার কারণে প্রিয়াঙ্কার মাঝে অনেকেই সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মিল খুঁজে পান। তাই তাকে নিয়ে সাধারণ মানুষের ভেতর তুমুল আগ্রহ আছে। কিন্তু এর আগে কখনোই সেভাবে রাজনীতিতে জড়াননি। চলাফেরা সীমিত ছিল সোনিয়া-রাহুলের আসন রায়বরেলি ও অমেঠিতে। লোকসভা ভোটের প্রচারসভায় মাঝে মধ্যে দেখা যেত।

সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করার পর রাহুল সাংবাদিকদের বলেন, ‘প্রিয়াঙ্কাকে আমি দুই মাসের জন্য পাঠাচ্ছি না। পাঠাচ্ছি উত্তরপ্রদেশে কংগ্রেসের আদর্শ ছড়িয়ে দিতে।’

এবার এপ্রিলের ১১ তারিখ থেকে দেশটিতে ভোট শুরু হতে যাচ্ছে। শেষ হবে ১৯ মে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন