ভবানীগঞ্জে মামলা করে বিপাকে দিনমজুর পরিবার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ মে, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে মাদক ক্রয়-বিক্রয়ে রিক্সা ভাড়া দিতে রাজি না হওয়ায় চালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নামে সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই রিক্সাচালকের স্ত্রী নাছিমা বেগম। মামলা দায়েরের পর ক্ষিপ্ত হয়ে রাতে বাড়িতে গিয়ে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটায় বিবাদীরা। এসময় দেশীয় অস্ত্র হাতে মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার।

বুধবার গণমাধ্যমে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। যে কোনো সময় মামলার আসামিরা বাদী পক্ষকে খুন, জখম ও তাদের শিশুপুত্রকে গুম করতে পারে বলে আশঙ্কা করছে তারা।

মামলার বিবাদীরা হলেন, লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা মো. মিষ্টার, রিয়াজ, বাচ্চু, সিরাজ, আব্দুল মুনাফসহ অজ্ঞাত আরও ৫/৬ জন।

মামলা ও ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘ দিন থেকে বিবাদীরা মাদক ক্রয় ও পরিবহনের জন্য রিক্সাচালক জাহাঙ্গীর আলমের ব্যাটারীচালিত অটোরিক্সাটি ব্যবহার করতে চায়। বিষয়টি অস্বীকৃতি জানিয়ে গন্যমান্য ব্যক্তিদের অবহিত করে জাহাঙ্গীর। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর রিক্সা নিয়ে বাড়িতে যাওয়ার পথে স্থানীয় মিষ্টারের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। খবর পেয়ে স্ত্রী নাছিমা বেগম ও ভাই শাহজাহান এবং প্রতিবেশী সবুজ এগিয়ে আসলে তাদের ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এ সময় তাদের (মিষ্টার) ছেনি ও দায়ের কোপে রিক্সাচালক ও তার স্ত্রীর মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মামলা করা হলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা বিভিন্নভাবে তাদের পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, প্রতি রাতে দেশীয় অস্ত্র নিয়ে আসামীরা আমাদের হুমকি দিচ্ছে। ভয়ে বাড়িতে থাকতে পারছিনা। তারা বাড়িতে ককটেল বিষ্ফোরণ ঘটায়। এখন শিশুপুত্র নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, বাদি পক্ষকে সকল ধরনের নিরাপত্তা দেয়া হবে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন