বিশ্বে আক্রান্ত ১ কোটি ২৬ লাখের বেশি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ জুলাই, ২০২০ ৫:৫৫ অপরাহ্ণ

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। এবং মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৬২ হাজার ছাড়িয়ে গেছে।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার ৬৩৪ জন। সেই সাথে মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ৮৮৮ জন। এবং চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৩ লাখ৬৬ হাজার ৪৮৭ জন।

ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৯১ হাজার ৭৮৬ আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৭১ জনের। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ১৮ লাখ ৪ হাজার ৩৩৮ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৭০ হাজার ৫২৪ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৭৩৫ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৬৭৮ জন। করোনায় তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটিতে ৮ লাখ ২২ হাজার ৬০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। সেখানে করোনায় মারা গেছে ২২ হাজার ১৪৪ জন।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায়। দেশটিতে ৭ লাখ ১৩ হাজার ৯৩৬ জন করোনায় আক্রান্ত। তবে রাশিয়াতে মৃতের সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর দিক দিয়ে রাশিয়া বিশ্বে ১১ তম। সেখানে করোনায় মারা গেছে ১১ হাজার।

মৃত্যুতে পঞ্চম অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ১৯১ জন এবং আক্রান্ত ২ লাখ ৮৯ হাজার ১৭৪ জন। মৃতের দিক থেকে ৬ষ্ঠ অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ৩০ হাজার ৪ জন ও আক্রান্ত ২ লাখ ৬ হাজার ৭২ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪০৩ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৮৮ জন। এছাড়া পেরুতে আক্রান্ত ৩ লাখ ১৯ হাজার ৬৪৬ জন, মৃতের সংখ্যা ১১ হাজার ৫০০ জন। জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত ১ লাখ ৯৯ হাজার ৫৮৮ জন, মারা গেছেন ৯ হাজার ১৩০ জন। ইরানে আক্রান্ত ২ লাখ ৫২ হাজার ৭২০ জন, মারা গেছেন ১২ হাজার ৪৪৭ জন।

পাকিস্তানে আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ২৫১ জন, মারা গেছেন ৫ হাজার ১২৩ জন। কানাডায় আক্রান্ত ১ লাখ ৭ হাজার ১২৬ জন এবং মৃতের সংখ্যা ৮ হাজার ৭৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন এবং মোট মৃতের সংখ্যা ২ হাজার ২৭৫জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ৮৬ হাজার ৪০৬ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন