বিমানের ওপর বজ্রপাত:অলৌকিকভাবে রক্ষা পান যাত্রীরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২০ ১:৪১ অপরাহ্ণ

যাত্রী নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশ্যে যাত্রা করেছিল আয়ার লিঙ্গাস বিমান। হঠাৎ ঝড় আর প্রবল বাতাস শুরু হয়। এরই মধ্যে বিমানের ওপর পড়ে বজ্রপাত। সেই দৃশ্য বার্মিংহামের বাসিন্দা ড্যানিয়েল পেরিরার সিকিউরিটি ক্যামেরার ধরা পড়ে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিমানটি বজ্রপাতের ফলে ওলোট-পালোট হতে থাকে। এরপরই বিমানের ওপর বজ্রপাত পড়ার তীব্র শব্দ শোনা যায়।

পরে বিমানযাত্রীরা জানান, অলৌকিকভাবে বিমান এবং যাত্রীরা রক্ষা পান।

ওই ফুটেজ সম্পর্কে ফেসবুক লাইভে এসে পেরেইরা বলেন, ‘আমরা তখন টিভি দেখছিলাম। হঠাৎই চোখ ধাঁধানো আলো আর কান ফাটানো আওয়াজ। আশপাশের কুকুরারও প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার শুরু করে। ভয়ে পেয়ে দৌড়াতে থাকে এদিক-ওদিক।

তিনি আরও বলেন, প্রায়ই তাদের বাড়ির ওপর দিয়ে বিমান উড়ে যায়। কিন্তু এমন ভয়াবহ ঘটনা কোনোদিন দেখননি তারা।

বিমান সংস্থার এক মুখপাত্র বলেছেন, ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৩৩ মিনিটে বার্মিংহাম বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পরপরই ইআই-২৭৭ বিমানের ওপর ওই বজ্রপাত পড়ে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন