বিভাগীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুর, রানার্স আপ মৌলভীবাজার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মৌলভীবাজার জেলা দলকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স দলের বোলার মো. সাজ্জাদ হোসেন অর্জন করেছেন ম্যাচ সেরা খেলোয়াড়ের কৃতিত্ব। টুর্ণামেন্ট সেরা হয়েছেন লক্ষ্মীপুর জেলা দলের সহ-অধিনায়ক মো. আব্দুস সালাম সানি।

শুক্রবার (৯ নভেম্বর) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে অনুর্ধ্ব-১৮ লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল। ৫০ ওভারের খেলায় ৪৮ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান সংগ্রহ করে দলটি। নির্ধারিত ৫০ ওভারে ১২৭ রান সংগ্রহে মাঠে নেমে ৪৮ ওভার ১ বলে গুটিয়ে যায় অনুর্ধ্ব-১৮ মৌলভীবাজার একাদশ। তাদের সংগ্রহ ১১৮ রান। ফলে ৮ রানে জয় পায় লক্ষ্মীপুর একাদশ।

শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ব্যক্তিগত ১০ ওভারে ২৭ রানের বিনিময়ে প্রতিপক্ষের ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন লক্ষ্মীপুর ক্রিকেট দলের বোলার মো. সাজ্জাদ হোসেন।

এরআগে রোববার (২১ অক্টোবর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা ক্রিকেট দলকে হারিয়ে জয়ের শুভ সূচনা করে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল। এরপর নোয়াখালী, বান্দরবন ও সিলেট জেলাকে হারিয়ে সেমিফাইনালে খেলেন লক্ষ্মীপুর জেলা টিম। সেমিফাইনালে চাঁদপুর জেলা ক্রিকেট দলকে হারায় তারা। শুক্রবার (৯ নভেম্বর) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আয়োজিত এবারের আসরের চূড়ান্ত ম্যাচে স্বাগতিক মৌলভীবাজার জেলা ক্রিকেট দলকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল।

টুর্ণামেন্ট সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলা দলের সহ-অধিনায়ক আবদুস সালাম সানি। গোটা টুর্ণামেন্টে ২১২ বল খেলে মোট ১০৩ রান সংগ্রহ করেন তিনি। টুর্ণামেন্ট সেরা বোলার হয়েছেন মাইন উদ্দিন পাইরাজ। এবারের আসরে ৫ ম্যাচে ৪১ ওভার ৫ বল করে ৯০ রানের বিনিময়ে শিকার করেছেন ১৭ উইকেট। এরমধ্যে ১১ ওভারে কোনো রান দেন নি তিনি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনুর্ধ-১৮ লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক নিনাদ হোসেন। অন্যান্য সদস্যরা হলেন, আবদুস সালাম সানি (সহ-অধিনায়ক), মাইন উদ্দিন পাইরাজ, আরেফিন সাইম অনিক, সৌরভ হোসেন, ইমন হোসেন, মারুফ হাসান আসিফ, সাজ্জাদ হোসেন, বিজয়, আবু রায়হান, ফিরোজ আলম ফয়সাল, ফয়সাল হোসেন পিজি, নাইমুল আলম, অশীস দেবনাথ, রাহাত, সাকিল হোসেন, তানজীদ হোসেন, অতুল ইসলাম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন