বঙ্গবন্ধুর সম্মানের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা: আইজিপি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২০ ১০:১৩ পূর্বাহ্ণ

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন বঙ্গবন্ধুর সম্মানের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা এ দেশের প্রচলিত আইন এবং বিধি অনুযায়ী মোকাবিলা করা হবে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদের আয়োজিত সমাবেশে এসব কথা বলেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, দেশের সংবিধানের অংশ। তাই বঙ্গবন্ধুকে অবমাননা করলে তাদেরও কঠোর হস্তে দমন করা হবে।

ড. বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, ভাষার স্বীকৃতি দেয়ার ব্যবস্থা করেছেন। তার ভাস্কর্যের ওপরে হামলা মানে সংবিধানের ওপর হামলা, এদেশের জনগণের ওপর হামলা। রাষ্ট্র অবশ্যই তার বিধি-বিধান অনুযায়ী যেকোনো ধরনের হামলা কঠোর হস্তে মোকাবিলা করবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না, জাতি এটা মেনে নেবে না, বরদাশত করবে না। ধর্মকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টাকারীদের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কর্মকর্তারা পিছপা হবেন না বলেও হুঁশিয়ার করেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন