বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির ফাঁসিও কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ১:৩২ অপরাহ্ণ

শুধু মাজেদ না, বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির ফাঁসিও কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১২ এপ্রিল) নিজ বাসায় ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল বঙ্গবন্ধুর এক খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। বাকি আরো ৫ জন বিদেশে পলাতক। তাদের দুই জন কোথায় আছে সেটা আমরা জানি। কিন্তু বাকি তিনজন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তাদের দেশের ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তাদের ফাঁসিও কার্যকর করা হবে।

গতকাল শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধুর খুনি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয়। এখনও পলাতক আছে পাঁচজন আসামি। তারা হলেন- খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন