বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ মার্চ, ২০১৯ ১২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস লক্ষ্মীপুরে বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি কালেক্টরেট ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


র‌্যালীতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র এম এ তাহের, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, স্বাচিব নেতা ডা. আশফাকুর রহমান মামুন,ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জয়নাল আবেদিন প্রমুখ।


কালেক্টরেট ভবন প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন