ফেনীর এসিল্যান্ড তানিয়া করোনা আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ উপজেলায় ৬৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার  সকালে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নাহিদা আক্তার তানিয়ার কোভিড-১৯ পজিটিভ এসেছে।

গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য পরে নমুনা নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়।

এসিল্যান্ড করোনা আক্রান্তের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এসিল্যান্ড নাহিদা আক্তার তানিয়ার উপসর্গ দেখা দেয়ায় শুক্রবার তার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। নমুনার দেয়ার পর থেকে এসিল্যান্ড বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের এ কর্মকর্তার রয়েছে মানবিক কর্মের সুনাম। লকডাউনের শুরুতেই তিনি প্রবাসীসহ সাধারণ জনগণকে ঘরে রাখা, ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, কোয়ারেন্টিন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানোর কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট দিয়ে তার জন্য দোয়া চেয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন