ফেনীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিশাত (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলের দিকে শহরের দাউদপুর কাঁচা বাজার সংলগ্ন সড়কে দুর্ঘটনা কবলিত দুই গাড়ির নিচে চাপা পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত নিশাত স্থানীয় তানজিমুল উম্মাহ মাদরাসার নবম শ্রেণির ছাত্র। সে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদপুর সবজি আড়তের পাশের সড়কে লেগুনা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা ও মোটর সাইকেল রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এসময় সড়কের পাশে চলাচলরত পথচারী নিশাত দুই গাড়ির মাঝখানে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী লেগুনা ও মোটর সাইকেল দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন