ফেনীতে অন্তঃসত্ত্বা গাভীর মাথা গাছে ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ জুন, ২০২০ ১১:২৭ অপরাহ্ণ

ফেনীর সোনাগাজী উপজেলায় অন্তঃসত্ত্বা গাভি চুরির পর জবাই করে তার মাথা ও চামড়া গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (০৬ জুন) রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এক বছর আগে একই ধরনের নির্মম ঘটনা ঘটেছিল।

গাভির মালিক আবুল হোসেন বলেন, সংসার চালানোর একমাত্র অবলম্বন দুধের গাভি শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। আমি এখন কী করব?

তিনি বলেন, গত বছরের ২২ জুন গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। একইভাবে এ বছর ৫ জুন আমার গোয়ালে থাকা অপর গরুটিও (সাত মাসের অন্তঃসত্ত্বা গাভি) চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন একই জায়গায় জবাই করে গোশত নিয়ে যাওয়া গরুর মাথা ও চামড়া গাছে ঝুলতে দেখি।

তিনি বলেন, এলাকায় আমার কোনো শত্রু নেই। তবে রাজনৈতিকভাবে আমি বিএনপির সমর্থক। এজন্যই আমার সঙ্গে এমন অমানবিক আচরণ করা হচ্ছে কি-না তাও বুঝতে পারছি না।

এ বিষয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, নিরীহ কৃষকের সঙ্গে এমন আচরণ অমানবিক ও দুঃখজনক। ক্ষতিগ্রস্ত আবুল হোসেনকে এ নিয়ে থানায় অভিযোগ দিতে বলেছি।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, শনিবার রাতে গরুর মালিক আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন