ফরিদুন্নাহার লাইলী ত্রাণ পাঠিয়ে জনগনকে বললেন, ঘরে থাকুন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০ ৭:০০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর পক্ষে গতকাল রবিবার (৫ এপ্রিল) কমলনগর ও রামগতি উপজেলার কর্মহীন দুই হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতা ড. আশ্রাফ আলী চৌধুরী সারু।


সকালে রামগতি উপজেলা পরিষদ চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এ সময় জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম দিদার প্রমুখ উপস্থিত।

ড. আশ্রাফ আলী চৌধুরী সারু জানান, দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই হাজার পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু ও এক কেজি ডাল বিতরণ করা হয়েছে।
এর আগেও বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ পাঠানোর পর আওয়ামী লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী এক বার্তায় রামগতি ও কমলনগরের জনগনকে করোনার হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকার আহবান জানিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন