ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষার হালচাল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০১৭ ১২:২৭ পূর্বাহ্ণ

জাকির হোসেন সৈকত, ফরিদগঞ্জ (চাঁদপুর) : জাতীয় শিক্ষা ব্যবস্থার গতি প্রকৃতিই অধিকাংশ অভিভাবকদের কাছে দুর্বোধ্য।  উপরন্তু স্থানীয় শিক্ষা ব্যবস্থার নাজুক পরিস্থিতি অধিকতর ভাবিয়ে তুলেছে ফরিদগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোর অভিভাবকদের।  গত ২২ সেপ্টেম্বর অনিয়মের দায়ে বদলি হয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরিদউদ্দিন আহমেদ।  জেষ্ঠ্য সহকারী শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ।  শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, স্যানিটেশন সমস্যা, বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুৎহীনতা, শিক্ষা সংশ্লিষ্ট ডিজিটাল উপকরণ না থাকা, সর্বোপরি প্রাশাসনিক কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও অবহেলায় বিপর্যস্ত উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।

উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ‘দক্ষিণ চররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এ প্রায় অর্ধযুগ ধরে প্রধান শিক্ষক নেই।  সহকারী শিক্ষিকা হালিমা ইয়াসমিন ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  বিদ্যালয়টিতে একজন শিক্ষকের পদ শূণ্য থাকায় বন্ধ রয়েছে অপর শিক্ষকদের বদলি প্রক্রিয়াও।  কোন পিয়ন না থাকায় বিদ্যালয় খোলা, বন্ধ, ঘন্টা পেটানোসহ সকল কাজই করতে হয় শিক্ষকদের।

ভবনের চাল নষ্ট হয়ে ৩ টি শ্রেণীকক্ষ বিশিষ্ট্য বিদ্যালয়টির একটি কক্ষ পরিত্যাক্ত।  বিদ্যুৎ না থাকায় ব্যবহার নেই সরকার প্রদত্ত ডিজিটাল উপকরণেরও।  উল্লেখ্য যে বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের সকলেই মহিলা।  একই ইউনিয়নের উত্তর চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষা সহায়ক ডিজিটাল উপকরণ ব্যবহার করা হয় না বিদ্যালয়টিতে।

উপজেলার প্রায় সকল প্রাথমিক বিদ্যালয়েই চররামপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর মত কোন না কোন সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।  ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুয়াটোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা ১৯৩৫ সালে।  ৮২ বছরের পুরনো বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত হলেও সে সকল তথ্য সংগ্রহে নেই উপজেলা শিক্ষা অফিসেরও।  উপরন্তু ব্যবস্থাপনা কমিটি না থাকায় ভেঙ্গে পড়েছে বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম।  ৯২ শিক্ষার্থীর মধ্যে প্রতিদিন গড়ে ৩০ জন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসনাতুন জানান, গত পাঁচ বছরে একবারের জন্যও বিদ্যালয়টি পরিদর্শনে আসেননি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।  স্থানীয় অধিবাসী খোরশেদ আলম জানিয়েছেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি সেকান্দর আলী বিদ্যালয়ের মাঠে ঘর তুলে স্বপরিবারে বাস করছেন।  বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি আর কমিটি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি এলাকায় দু’টি পক্ষের মাঝে সংঘাতের সৃষ্টি হয়েছে।  স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেনের আশঙ্কা, কর্মকর্তা আর শিক্ষকদের দায়িত্বহীনতার কারণে দুই-এক বছরেই বিদ্যালয়টি শিক্ষার্থীশূণ্য হয়ে পড়বে।

গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা প্রাথিমিক বিদ্যালয়ের মূল ভবনটি পরিত্যক্ত ঘোষনার পর নতুন ভবন নির্মাণ করা হয়নি।  ফলে শিক্ষক মিলনায়তনের মেঝেতে চলে প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম।  এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত একটি এক কক্ষের টিনের ঘরে চলে পঞ্চম শ্রেণীর পাঠদান কার্যক্রম।  অনুরুপ চিত্র চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ফিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েরও।  শিক্ষক মিলনায়নের মেঝে প্রাক-প্রাথমিক আর ভবনের সিড়ি রুমে চলে পঞ্চমের পাঠ কার্যক্রম।

গুপ্টি পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অতি জরাজীর্ণ ভবনে ৩য় এবং ৪র্থ শ্রেণীর পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।  পিয়ন না থাকায় এখানেও বিদ্যালয় খোলা, বন্ধ করা আর ঘন্টা পেটানোর দায়িত্ব পালন করতে হয় শিক্ষকদের।

জানা গেছে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সদ্য জাতীয়করণ করা হয়েছে।  বিদ্যালয়টির নিজস্ব কোন পাকা ভবন নেই।  স্থানীয় সাংসদের সহযোগিতায় পাওয়া টিনশেড ঘরেই পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছন বিদ্যালয়টির শিক্ষকরা।  কক্ষ সংকটের কারণে পাঠাগার, পরীক্ষাগার এবং কম্পিউটার ল্যাব স্থাপন করা সম্ভব হয়নি উপজেলা একমাত্র পরীক্ষামূলক অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের দক্ষিণ বিষকাটালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।  দু’জন শিক্ষকের পদশূণ্য রয়েছে এ বিদ্যালয়টিতে।

এছাড়া প্রতিষ্ঠানটিতে সরকারী সুযোগ সুবিধা সচরাচর প্রাথমিক বিদ্যালয়ের সমপরিমান হওয়ায় অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমদ।  উল্লেখিত বিদ্যালয়গুলোর বাইরে ভবন সংকটে রয়েছে বালিথুবা পশ্চিম ইউনিয়নের সুড়ঙ্গসাইল প্রাথমিক বিদ্যালয়সহ অনেক বিদ্যালয়।  উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের তথ্যানুসারে, বড়গাঁও, ধানুয়া, রামপুর ও বালিথুবা প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান।  ‘পেপসিস’ এর আওতায় অবগাকাঠামোগত উন্নয়নের জন্য ১৮৯ টি প্রাথমিক বিদ্যালয়েরই প্রয়োজনীয় তথ্য প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

শিক্ষক পূনর্বিন্যাস না হওয়ার কারণেও বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।  কোন কোন বিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক সংখ্যা বেশী।  আবার কোথাও শিক্ষক খরায় পাঠ বঞ্চিত হচ্ছে শিশুরা।  শিক্ষার্থীর তুলনায় শিক্ষক বেশী রয়েছে বড়ালী, গুয়াটোবা, দক্ষিণ চররামপুরসহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে।  আবার শিক্ষক সংকটে থাকা বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রামপুর বাজার, পূর্ব বড়ালী প্রাথমিক বিদ্যালয়সহ আরো একাধিক প্রতিষ্ঠান।  বড়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি শিফ্ট চালু থাকায় সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে অবস্থান করতে হয় বলে অভিযোগ করেছেন বিদ্যালয়টির অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা।

উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থা না থাকায়ও শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।  সর্বোপরি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নেই।  শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ দু’টি বিষয়ের বিশেষ গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য সচেতন অভিভাবক ও শিক্ষানুরাগীরা।  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা আব্দুর রব জানিয়েছেন, ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার এবং ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন কাজ চলমান রয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুসারে উপজেলার ৫৫ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদশূণ্য।  সহকারী শিক্ষকের পদ শূণ্য রয়েছে ১৩ টি।  প্রধান শিক্ষক শূণ্য প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে বালিথুবা পূর্ব ও পশ্চিম ইউনিয়নের শোশাইরচর, সানকিসাইর, পশ্চিম দেইচর সকদিরামপুর, দক্ষিণ রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।  সুবিদপুর পূর্ব ও পশ্চিম ইউনিয়নের ফণিসাইর, দিগধাইর, ল²ীপুর, সুবিদপুর, মনতলা, সুড়ঙ্গসাইল, তেলিসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

গুপ্টি পূর্ব ও পশ্চিম ইউনিয়নের গল্লাক বাজার, গুয়াটোবা, ভোটাল, শ্রীকালিয়া, আষ্টা, বালিমুড়া, বৈচাতলী, ষোলদানা, সাইসাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়।  পাইকপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের পূর্ব ভাওয়াল, পাইকপাড়া বালিকা, পূর্ব জয়শ্রী, দক্ষিণ শাশিয়ালী, দক্ষিণ নদোনা, ইছাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়।  গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের চরমথুরা, পূর্ব ধানুয়া, পূর্ব গোবিন্দপুর, রামপুর বাজার, হাওয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

চরদুঃখিয়া পূর্ব ও পশ্চিম ইউনিয়নের ফিরোজপুর, পশ্চিম চরদুঃখিয়া. দক্ষিণ লড়াইরচর, উত্তর সন্তোষপুর, দক্ষিণ সন্তোষপুর, পূর্ব সন্তোষপুর, পূর্ব আলোনিয়া, উত্তর আলোনিয়া, একলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।  ফরিদগঞ্জ পৌরসভা ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব বড়ালি, চরহোগলা, পশ্চিম পোয়া, দক্ষিণ চররামপুর, পশ্চিম হর্ণি, বিশকাটালি, উত্তর গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।  রুপসা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের পূর্ব বদরপুর, ভাটের হদ, রুস্তমপুর, দক্ষিণ বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।  প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।  এতে ব্যাঘাৎ ঘটছে শিশুদের পাঠদান কার্যক্রমের।  সৃষ্টি হয়েছে প্রাশাসনিক জটিলতা।  ব্যাহত হচ্ছে শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন।

ফরিদগঞ্জ উপজেলায় মোট ১৮৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।  এসব বিদ্যালয় দেখাশোনা করার জন্য সাতজন সহকারী শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।  সমতার ভিত্তিতে প্রত্যেক শিক্ষা কর্মকর্তা গড়ে ২৭ টি প্রতিষ্ঠান দেখাশোনা করার নিয়ম থাকলেও জেষ্ঠ্য সহকারী শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন একাই ফরিদগঞ্জ সদর ও সন্তোষপুর ক্লাস্টারের ৫২ টি বিদ্যালয় নিয়ন্ত্রণ করছেন।  অধিকন্তু অনিয়মের দায়ে বদলি হওয়া শিক্ষা কর্মকর্তা ফরিদউদ্দিন আহমেদ একই কর্মস্থলে টানা ৫ বছর দায়িত্ব পালন করায় উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এই ধ্বস নেমেছে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষকদের কেউ কেউ।

৭/৮ বছর ধরে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি না হওয়া এবং প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব নিয়ে মামলার ফলে সৃষ্ট জটিলতায় শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন কবির।  তাছাড়া ভবন সংকট নিরসন, শিক্ষক পুনর্বিন্যাস করণ, বিদ্যুৎ, স্যানিটেশন আর বিশুদ্ধ পানির সুব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার যথাযথ মান নিশ্চিত করা সম্ভব হলে অভিভাবকদের কিন্ডার গার্ডেন নির্ভরশীলতা হ্রাস পেতো বলে মনে করেন উপজেলার এই শিক্ষক নেতা।  প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষা কর্মকর্তাদের আরো আন্তরিক ভূমিকা পালনের উপরও জোর দিয়েছেন তিনি।

উপজেলায় সদ্য যোগদান করা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খাঁন জানিয়েছেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  ভবন নির্মাণ, শৌচাগার স্থাপন, নলকূপ স্থাপনসহ অন্যান্য উন্নয়ন কাজগুলো ‘পেপসিস’র আওতায় পর্যায়ক্রমে সম্পন্ন হবে।

উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো সণাক্ত করার মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো সমন্বয়ে যথাযথ দায়িত্বশীলতার সাথে সরকারের দিক নির্দেশনা অনুসারে সমগ্র প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন স্থানীয় শিক্ষা সচেতন নাগরিকরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন