‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচনে লক্ষ্মীপুরে আ.লীগের চার প্রার্থী জয়ের পথে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০১৮ ২:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি আসনে জয়ের পথে আওয়ামী লীগ প্রার্থীরা।এদিকে রবিবার সকাল থেকে শুরু হওয়ায় ভোট কেন্দ্রগুলোর অধিকাংশতেই ভোটার শূন্য দেখা গেছে। তবে ভিতরের ভোট বাক্স ভর্তির খবর পাওয়া গেছে।এনিয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের ‘কেন্দ্রের বাইরে লম্বা নকল লাইন’ শিরোনামে প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করে।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী ডা.আনোয়ার হোসেন খাঁন, ২ আসনে (রায়পুর-সদরের একাংশ) কাজী শহিদুল ইসলাম পাপুল, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে একেএম শাহজাহান কামাল ও ৪ আসনে (রামগতি-কমলনগর) মেজর অবঃ আব্দুল মান্নান ভোটে এগিড়ে আছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

 

সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত লক্ষ্মীপুরের একজন সহযোগী অধ্যাপক বলেন, এ নির্বাচনে সব দলের অংশ গ্রহণ থাকলেও প্রচারণায় ও ভোট কেন্দ্রে সবাই সমান সুযোগ সুবিধা পায়নি।ভোটগ্রহণের সময় ভোটারদের উপস্থিতি ছিল কম।বিএনপির প্রার্থীরা ভোট বর্জনের খবরও দেখা গেছে। এজন্য এ নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন