পুলিশের করোনা আক্রান্ত ১৭ হাজার, মৃত্যু ৭৪ জন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫২ অপরাহ্ণ

পুলিশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ হাজার ৫৭১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরো এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি হলেন এএসআই (নিরস্ত্র) আব্দুল আলীম মোল্লা। এ নিয়ে পুলিশের ৭৪ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর জানায়, করোনায় বাংলাদেশ পুলিশের আরো এক সম্মুখযোদ্ধার মৃত্যু হয়েছে।

আব্দুল আলীম মোল্লা নাটোর জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ সালের ২৯ আগস্ট কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

করোনা উপসর্গ নিয়ে গত ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় ভর্তি হোন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর বেলা আড়াইটায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দক্ষিণতাউসারা।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন