পরিবহন সংকটে রাঙামাটির সরকারি দুই কলেজ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মে, ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ণ

পরিবহন সংকটে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে রাঙামাটি শহরের দুই সরকারি কলেজের। ৫০ বছরের পুরনো রাঙামাটি সরকারি কলেজ ও দুই যুগ আগে প্রতিষ্ঠিত রাঙামাটি সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের কোনও ব্যবস্থা নেই। দুই কলেজের হাজার খানেক শিক্ষার্থীকে প্রতিদিন আনা-নেওয়ার জন্য কর্তৃপক্ষ ভাড়া বাসের ওপর নির্ভরশীল।


রাঙামাটি সরকারি কলেজের নিজস্ব দুটি বাস থাকলেও দুই দশক আগে দুর্ঘটনার পর বাসগুলো আর ঠিক করা হয়নি। অন্যদিকে রাঙামাটি সরকারি মহিলা কলেজে প্রতিষ্ঠার পর থেকেই এখনও নিজস্ব পরিবহনের চেহারা দেখেনি কলেজের শিক্ষার্থীরা।

কর্তৃপক্ষ ভাড়া বাস জোগাড় করায় শিক্ষার্থীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি। একই সঙ্গে বাস স্বল্পতায় শিক্ষার্থীদেরও যাতায়াত করতে হচ্ছে গাদাগাদি করে। নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় ভাড়া করা লক্কড়-ঝক্কড় বাসেই কলেজের শিক্ষার্থীদের পরিবহন সমস্যার সমাধানের চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ।
রাঙামাটি মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া সুলতানা বলেন, ‘ভাড়া করা বাসে আমাদের যাতায়াত করতে হয়। এর জন্য অতিরিক্ত ফি দিতে হয়, যা আমাদের পরিবারের জন্য কষ্টকর। নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে নিরাপদ ও কম ভাড়ায় যাতায়াত করতে পারবো।’


রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের কলেজের নিজস্ব দুইটি বাস থাকলেও দুই দশক আগে দুর্ঘটনার পর বাসগুলো আর সচল করা হয়নি। এদিকে অতিরিক্ত ফি দিয়েও শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ বাস দিয়ে চলাফেরা করতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কাও থাকে অনেক।
এ কলেজের শিক্ষার্থী শান্তনা চাকমা বলেন, ‘ভাড়া করা বাস সংখ্যায় কম হওয়ায় শিক্ষার্থীদের অনেক সময় দাঁড়িয়ে ও গাদাগাদি করে যেতে হয়।’


রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, মো. এনামুল হক খোন্দকার বলেন, ‘প্রধানমন্ত্রী গত কয়েক বছর আগে আমাদের কলেজের জন্য একটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে যোগাযোগ করে বাসটি এখনোও পাওয়া যায়নি। নিজস্ব বাস না থাকায় কলেজ থেকে বাড়তি টাকা খরচ করে বাস ভাড়া করতে হচ্ছে। ’



রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ, মো. মঈন উদ্দীন বলেন, ‘আমরা কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে।’
রাঙামাটি ১০ উপজেলার ঐতিহ্যবাহী এই দুই কলেজে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করে। এর মধ্যে প্রতিদিন বাস দিয়ে যাতায়াত করে প্রায় দুই হাজার শিক্ষার্থী।

খ্যায় কম হওয়ায় শিক্ষার্থীদের অনেক সময় দাঁড়িয়ে ও গাদাগাদি করে যেতে হয়।’
রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, মো. এনামুল হক খোন্দকার বলেন, ‘প্রধানমন্ত্রী গত কয়েক বছর আগে আমাদের কলেজের জন্য একটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে যোগাযোগ করে বাসটি এখনোও পাওয়া যায়নি। নিজস্ব বাস না থাকায় কলেজ থেকে বাড়তি টাকা খরচ করে বাস ভাড়া করতে হচ্ছে। ’



রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ, মো. মঈন উদ্দীন বলেন, ‘আমরা কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে।’
রাঙামাটি ১০ উপজেলার ঐতিহ্যবাহী এই দুই কলেজে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করে। এর মধ্যে প্রতিদিন বাস দিয়ে যাতায়াত করে প্রায় দুই হাজার শিক্ষার্থী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন