পদ্মা-মেঘনায় দু’মাস মাছ ধরা বন্ধ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ৭:১০ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: মার্চ-এপ্রিল দু’মাস পদ্মা-মেঘনায় মাছের অভয়াশ্রম। এ দু’মাস নদীতে জাল ফেলা যাবে না। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ অভয়াশ্রম কর্মসূচী। জাটকা রক্ষায় প্রতিবছর এ দু’মাস নদীতে অভয়াশ্রম থাকে।

এদিকে জাটকা রক্ষা কার্যক্রম সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনা নদীতে জাটকাসহ সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ তথা অভয়াশ্রম কার্যক্রম বাস্তবায়নার্থে জেলার সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচরে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারদের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে এ জেলা খ্যাতি অর্জন করেছে। এ অর্জন ধরে রাখার দায়িত্ব চাঁদপুরবাসীর।

জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডলের সভাপতিত্বে ও জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, কোস্টগার্ড স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) লেফটেনেন্ট মো. জামাল উদ্দিন, চাঁদপুর নৌ-পুলিশের ওসি আবুল হাসেম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, চাঁদপুর মডেল থানার সিপিআই মো. হারুনুর রশিদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত কবির চৌধুরীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সচিবসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন