পদ্মায় জেলের জালে পৌনে ১ লাখ টাকার বোয়াল!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২০ ৩:০৭ অপরাহ্ণ

রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৫ কেজি ১শ গ্রাম।

আজ মঙ্গলবার সকালে ওই মাছটি ধরা পড়ে। এ সময় মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট বলেন, মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে কালী হলদার। এসময় তার জালে বিশাল আকৃতির ওই বোয়াল মাছটি ধরা পরে। পরে আড়তে ডাকের মাধ্যমে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৮ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী নূর মিয়া।

মাছ ব্যবসায়ী নূর মিয়া জানান, এখন পদ্মায় মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। মঙ্গলবার সকালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি কিনে নেয়ার পর ৩ হাজার টাকা কেজি দরে মোট ৭৫ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন