নৌকাকে বিজয়ী করাই আমাদের কাজ: কাজী নাবিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০১৮ ৭:০৯ অপরাহ্ণ

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী। দল হলো আওয়ামী লীগ। আর নৌকা হচ্ছে আমাদের মার্কা। সুতরাং নৌকাকে বিজয়ী করাই আমাদের কাজ।’

শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে যশোর সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদ চত্বরে দলের ইউনিয়ন কমিটির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় একটি পরিবার। আর নির্বাচনের আগে পরিবারের সদস্যদের অনেকেই নৌকা মার্কা চাইতে পারেন; তাদের পক্ষে অন্যরাও থাকতে পারেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা যখন কাউকে নৌকা বরাদ্দ দেন, তখন আর কোনও বিভেদ নেই। পরিবারের সব সদস্যেরই উচিৎ তাকে বিজয়ী করতে জানপ্রাণ দিয়ে কাজ করা।’

 

তিনি আরও বলেন, ‘জামায়াত, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতির অশুভ ঐক্য গড়েছেন ড. কামাল। তিনি চান বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানাতে। কিন্তু ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আরেকবার রাষ্ট্রক্ষমতায় এনে ওইসব অশুভ শক্তিকে আমরা প্রতিহত করবো।’

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাজী নাবিল আহমেদ বলেন, ‘নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত আমাদের ভেতরে শুভ প্রতিযোগিতা ছিল। ভোটের দিন পর্যন্ত আমরা ব্যক্তিগত চাওয়া-পাওয়া, ক্ষোভ, অপ্রাপ্তি সব ভুলে যাবো। সকলে কাঁধে কাঁধ রেখে নৌকার প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আমরা শেখ হাসিনা সরকারের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখবো।’

 

লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, শ্রমিক লীগনেতা আব্দুস সবুর হেলাল, মেহেদি হাসান মিন্টু, ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, নূরুল ইসলাম, ওয়াজির আলী মাস্টার ও স্বপন কুমার মিত্র প্রমুখ বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে দলের লেবুতলা ইউনিয়নের সব কয়টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিসহ কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ফের নৌকা প্রতীক পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ফুলের নৌকা উপহার দেওয়া হয়।

 

দিনভর নানা কর্মসূচির মধ্যে কাজী নাবিল আহমেদ আজ সকালে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে কর্মীসভা, বিকাল সাড়ে তিনটায় শহরতলী নীলগঞ্জ মহাশ্মশান এলাকা পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন