নোয়াখালীতে অক্সিজেন সিলিন্ডার ঘাটতি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৩:৫২ অপরাহ্ণ

নোয়াখালীতে করোনারোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার সাথে সাথে অক্সিজেন সংকটও প্রকট হয়ে দাঁড়িয়েছে। নোয়াখালীতে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তদের বেশির ভাগ রোগীই চিকিৎসা নিচ্ছেন ভুলু স্টেডিয়ামে স্থাপিত কভিড হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

রোগীর সংখ্যা প্রতিদিন বাড়তে থাকলেও এ দুই হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডার ঘাটতি। পাশাপাশি এখানে নেই কোনো কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। এদিকে অক্সিজেন সংকটের কারণে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় যদি কোনো জটিল রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তবে সে ক্ষেত্রে অনেকটাই কঠিন হয়ে পড়বে চিকিৎসা দেওয়া। এদিকে গত ১৩ জুন রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে ইসলামী ফাউন্ডেশনের এক কর্মকর্তার মারা গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

জেলার অধিকাংশ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা ভুলু স্টেডিয়ামে স্থাপিত কভিড হাসপাতালে দেওয়া হয়। কিন্তু সেন্ট্রাল অক্সিজেন না থাকায় এখানে রোগীদের অনেক সময়েই সময় মতো সেবা দেওয়া যাচ্ছে না বলে জানা যায়। ভুলু স্টেডিয়ামে স্থাপিত কভিড হাসপাতালে ৪২টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে চলছে চিকিৎসা, যেখানে অন্তত ১৫০টি সিলিন্ডার প্রয়োজন। এখানে ৮০টি শয্যায় চিকিৎসা নিচ্ছেন ৫৪ জন রোগী। এ হাসপাতালে সর্বমোট ১৪০ জন রোগী ভর্তি হয়ে সুস্থ হয়েছেন ৯১ জন।

এ ছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতালে ও আইসোলেশন ওয়ার্ডে ৩০০টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত থাকার কথা থাকলেও আছে মাত্র ৬০টি। এখানে আইসোলেশনে ২০টি শয্যায় ১৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তীব্র শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন হলেও বেশির ভাগ ক্ষেত্রে হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনরা।

ভুলু স্টেডিয়ামে স্থাপিত কভিড হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. নিরুপম দাশ বলেন, শরীরে অক্সিজেনের মাত্রা বা স্যাচুরেশন ৯৩ শতাংশের নিচে নেমে গেলে প্রথমে অল্পমাত্রায় অক্সিজেন দিতে হয়। এতেও পরিস্থিতির উন্নতি না হলে অক্সিজেনের মাত্রা দ্বিগুণ করা হয়। আমাদের হাসপাতালে হাই-ফ্লো ও সেন্ট্রাল অক্সিজেন দরকার হলেও নেই। সিলিন্ডারের অক্সিজেনে রোগীকে ভালো রাখার চেষ্টা করছি। কিন্তু তাও ঠিকমতো পাচ্ছি না।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, আমাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড়ে ১৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। তাদের জন্য অন্তত ৬০টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন রয়েছে। অক্সিজেন সংকটের কারণে রোগীদের সেবা দিতে সমস্যা হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, আামাদের কখনো অক্সিজেন সিলিন্ডার সংকট হয় নাই। এখন এ পরিস্থিতিতে কিছুটা সংকট দেখা দিয়েছে। ৫০টি অক্সিজেন সিলিন্ডারের চাহিদাপত্র দিয়েছি। এলে সংকট কেটে যাবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন