নুসরাত হত্যাকান্ড : সোনাগাজীর সাংবাদিকদের আসামি করার আহবান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০১৯ ৫:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজীতে আলোচিত নুসরাত হত্যাকান্ড ধামাচাপ দিতে সাংবাদিকরাও সহযোগীতা করেছেন। এ ঘটনায় ওই সাংবাদিকদের মামলার আসামি করার আহবান জানান সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান লাবু।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে একটি লেখা শেয়ার করেন। নিচে তার ফেসবুক থেকে নেওয়া লেখাটি হুবহু দেওয়া হল-

‘কি ভয়ানক তথ্য…!!!

ফেনীর আলোচিত নুসরাত হত্যাকান্ড ধামাচাপা দিতে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন ও ওসি মোয়াজ্জেম সাংবাদিকদেরও ব্যবহার করেছিলেন। স্থানীয় ছয় সাংবাদিককে পঞ্চাশ থেকে ষাট হাজার করে টাকা দিয়েছিলেন, যাতে তারা নিজ নিজ অফিসে হত্যাকান্ডটি আত্মহত্যা বলেন এবং ফেসবুকে আত্মহত্যা বলে প্রচারও করেন। কালের কণ্ঠ তাদের এক প্রতিবেদনে এই দাবি করে বলছে, ফেনী, চট্টগ্রাম ও ঢাকা থেকে সাংবাদিকরা ঘটনাস্থলে যাবার কারণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

তার মানে নুসরাত হত্যাকান্ড ধামাচাপা দেবার জন্য যে নানা প্রচেষ্টা হয়েছে তা স্পষ্ট এবং সেই চেষ্টায় সোনাগাজীর স্থানীয় সাংবাদিকরাও যুক্ত হয়েছিলেন। সাংবাদিকরা সাধারণত সত্য ঘটনা তুলে ধরেন। কিন্তু এ কথা সত্য যে অন্যান্য সকল পেশাজীবীদের মতোই এখানেও দলীয় আনুগত্য এবং দুর্নীতি বা অসৎ লোকজনের অনুপ্রবেশ হয়েছে বা হচ্ছে।

মফস্বলের সাংবাদিকতার অবস্থা বেশি ভয়াবহ (সবাই বা সবখানে নয়)। এর জন্য অবশ্য ঢাকার প্রধান কার্যালয়গুলোর দায়ও কম নয়।

তো নুসরাত হত্যাকান্ড ভিন্নখাতে নেওয়ার চেষ্টার অভিযোগে সেই ছয় সাংবাদিকেরও শাস্তি হওয়া উচিত। একটা দৃষ্টান্ত স্থাপন হোক। কি বলেন আপনারা’?

মতামতের জন্য সম্পাদক দায়ী নন