নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল পাশা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০১৮ ৭:৩২ অপরাহ্ণ

কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।তিনি আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত আদেশে বলা হয়, সেনা কর্মকর্তা মোস্তফা কামাল পাশাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, একইসঙ্গে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, সৈয়দ ইফতেখার প্রায় ৫ বছর আইজি প্রিজনের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালের ১১ ডিসেম্বর আইজি প্রিজন হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি কেন্দ্রীয় ঔষধ ভাণ্ডারের পরিচালক ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন