নওগাঁয় ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ৪

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১:৩০ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: নওগাঁর রানীনগর স্টেশনে ওভার ব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে চার যাত্রী নিহত হয়েছে। বুধবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো দুইজন।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড় হাসিদা গ্রামের জাহাঙ্গীর আলম, নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলার বোদা উপজেলার আপেল মাহমুদ ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মোঃ মনির।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা ঢাকার বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেন। ২১ ফেব্রুয়ারির ছুটি পেয়ে তারা উত্তারঞ্চলে বিভিন্ন জেলায় নিজ বাড়িতে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ছাদে চড়ে ফিরছিলেন।

পথের মধ্যে নওগাঁর রাণীনগর উপজেলার রেলওয়ের উত্তর দিকে ওভার ব্রিজে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। এসময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের নওগাঁ সদর হাসপাতালে পৌঁছে দেয়।

বাংলাদেশ রেলওয়ে সান্তাহার (জিআরপি) থানার পুলিশ পরিদর্শক (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেয়ার প্রক্রিয়া চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন