পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, ছাড়ালো ২৪ হাজার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২০ ১:০৬ অপরাহ্ণ

কোনোভাবেই ঠেকানো যাচ্ছেনা নভেল করোনাভাইরাসের সংক্রমন। এতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়েছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যায় ভাইরাসটির প্রথম শনাক্তস্থল চীনকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর মৃত্যুর সংখ্যায় শীর্ষে ইউরোপের দেশ ইতালি। 

আক্রান্তের সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্রের পরপরই আছে চীন, ইতালি, স্পেন ও জার্মানি। চীনে করোনায় সংক্রমন ও মৃত্যু কমলেও বাকি দেশগুলোতে মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্তের সংখ্যা। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত (২৭ মার্চ, শুক্রবার, সকাল সাড়ে ১০টা) বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২৩৭ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৯ জনে। গোটা বিশ্বের ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

যুক্তরাষ্ট্রে মোট ৮৫ হাজার ৫৯৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। যাদের মধ্যে ১ হাজার ৩০০ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।

চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৪০ জন। দেশটিতে ৩ হাজার ২৯২ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আর সুস্থ হয়ে উঠেছেন দেশটির ৭৪ হাজার ৫৮৮ নাগরিক।

মৃত্যুর সংখ্যার শীর্ষে থাকা ইতালিতে মোট ৮০ হাজার ৫৮৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেখানে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৮ হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৬১ জন।

ইতালির পর করোনার প্রকোপে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের আরেক দেশ স্পেন। সেখানে এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের ৪ হাজার ৩৬৫ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫ জন।

আক্রান্তের সংখ্যা বেশি হলেও করোনায় মৃত্যু ঠেকাতে বেশ সফল হয়েছে ইতালির প্রতিবেশী জার্মানি। দেশটিতে মোট ৪৩ হাজার ৯৩৮ জন রোগী শনাক্ত হলেও মৃত্যুবরণ করেছেন ২৬৭ জন। আর সেখানে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৭৩ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এখন পর্যন্ত ২৯ হাজার ৪০৬ জন করোনারোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। সেখানে মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৩৪ জন। দেশটির ১০ হাজার ৪৫৭ জন নাগরিক সুস্থ হয়ে উঠেছেন।

ঝুঁকিতে পড়েছে অপর ইউরোপীয় দেশ ফ্রান্সও। সেখানে মোট ২৯ হাজার ১৫৫ জন রোগীর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৬৯৬ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৪৮ জন।

এছাড়া যুক্তরাজ্যে ৫৭৮ জন, নেদারল্যান্ডসে ৪৩৪ জন, বেলজিয়ামে ২২০ জন, সুইজারল্যান্ডে ১৯২ জন, দক্ষিণ কোরিয়ায় ১৩৯ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ নামের এই নভেল করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর চীনের বিভিন্ন শহরসহ দেশে দেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে। পরবর্তীতে পরিস্থিতির আরো অবনতি হওয়ায় ডব্লিউএইচও এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।

প্রতিনিয়ত এই ভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কোভিড-১৯ নামের এই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন