দিল্লিতে গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ৭:৪৬ অপরাহ্ণ

উত্তর-পূর্ব দিল্লির চাঁদ বাদ এলাকা থেকে ভারতের একটি গোয়েন্দা ব্যুরোর অফিসারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অঙ্কিত শর্মা নামের ওই গোয়েন্দার মরদেহ একটি নর্দমায় পড়েছিল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এনডিটিভি তাদের এক প্রতিবেদনে গোয়েন্দা অফিসারের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, চলমান সহিংসতার মাঝেই নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই গোয়েন্দা অফিসারের ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতি। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে এনডিটিভি উল্লেখ করে। হত্যার পর মরদেহ নর্দমায় ফেলে রাখে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা গোয়েন্দা অফিসারের খোঁজ শুরু করেন।

এদিকে, গোয়েন্দা অফিসারের পিতা রবিন্দর শর্মা নিজেও একজন গোয়েন্দা বিভাগের কর্মী। এই হত্যাকাণ্ডের পেছনে আদমি পার্টির নেতারা জড়িত বলে সরাসরি অভিযোগ করেন তিনি। পিটিয়ে নয়, গুলি করে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন রবিন্দর।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন