দখল-দূষণে শীর্ণকায় রাজাপুর খাল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ৫:২৪ অপরাহ্ণ

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের মধ্য দিয়ে প্রবাহমান একমাত্র খালটি দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। যে যেভাবে পেরেছে খালটি দখল করে নিয়েছে। পাশাপাশি খালের পানি দ–ষিত হচ্ছে খালের পাড়ে অবস্থিত হাট-বাজারের বর্জ ও স্থানীয় বাসিন্দাদের খালের সাথে পয়ঃনিস্কাশন সংযোগ দেয়ার কারণে। দখল ও দূষণের কারণে খালটি শীর্ণ থেকে শীর্ণকায় হয়ে গেছে। এখন ভাটার সময় ছোট একটা নৌকাও চলাচল করতে পারছে না।

জানা যায়, খাল পাড়ের জমির মালিকরা তাদের জমিলব্ধ চর বিভিন্ন কৌশলে দখল করেছেন। কেউ ময়লা-আবর্জনা ফেলে ধীরে ধীরে ভরাট করছে। কেউ বাঁশের খুঁটি গেড়ে মাটি ফেলে বাড়ি ও বাগান নির্মাণ করেছেন। আবার কেউ দেয়াল তুলে বহুতল ভবন নির্মাণ করে দখল করছেন। শুধু তাই নয়, এই খালের পানি ব্যবহার করে উপজেলা সদরের আশপাশের অন্তত ৭-৮ গ্রামের মানুষ কৃষিকাজ করতো। কিন্তু দখলের কারণে খালে পানি প্রবাহ কমে যাওয়ায় জমিতে সেচ দিতে পাড়ছেন না কৃষকরা।

উপজেলার সাউথপুর এলাকা থেকে শুরু করে সদরের বাঘরি, বাজার এলাকা হয়ে খালটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে মনোহরপুর গ্রামের দিকে চলে গেছে। এ ছাড়া খালটি বেশকিছু শাখা সদরের মধ্যে প্রবাহিত ছিল যা ইতোমধ্যেই দখল হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে জমির মূল্যবৃদ্ধি পাওয়ায় সদর এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত প্রায় দেড় কিলোমিটার খাল ও এর শাখা প্রভাবশালীরা যেন দখলের প্রতিযোগিতায় নেমেছেন।
 
বিশখালী নদী থেকে উৎপত্তি হয়ে জাঙ্গালিয়া নদীর মোহনা মিশেছে রাজাপুর খাল। সেখান থেকে ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে খালটি বাঘরি এলাকায় ধানসিড়ি নদীর মোহনায় মিশেছে। সেখান থেকে উপজেলার সদরের বুক চিড়ে আরো পাঁচ কিলোমিটার পথ বেয়ে উপজেলার চাড়াখালি গ্রামের পোনা নদীতে মিসেছে রাজাপুর খাল। এখনো জাঙ্গালিয়া অংশে কিছুটা নাব্যতা থাকলেও রাজাপুর সদরের মধ্যে প্রবাহিত দেড় কিলোমিটার খাল দখলের কারণে এখন নালায় পরিণত হয়েছে। গত পাঁচ বছর আগেও এই খালের প্রস্থ্য ছিল একশ মিটারের বেশি বলে জানায় উপজেলা ভূমি অফিস।

রাজাপুর বাজারের বাসিন্দা বাহাদুর শাহ্ মুন্না বলেন, ‘খালটি দখল হয়ে যাওয়ায় ইতোমধ্যেই নৌচলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া কৃষিতেও এর বিরুপ প্রভাব পড়েছে। খালটি ওপর আশপাশের গ্রামের মানুষ নির্ভরশীল ছিল। তারা নৌকাতেই মালামাল পরিবহন করতেন হাট-বাজার থেকে। এ ছাড়া খাল মরে গেলে বর্ষা মৌসুমে রাজাপুর সদরের বাসিন্দারা জলাবদ্ধতার কবলে পড়বেন। বর্তমান সরকার যেভাবে খাল দখল মুক্ত করার উদ্দ্যোগ নিয়েছে, আশাকরি রাজাপুর সদরের খাল দখল মুক্ত হবে।’ 

উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, ‘রাজাপুর খালের পানি ব্যবহার করে উপজেলার মনোহরপুর, চর বাঘরি, আমিনবাড়ি, চাড়াখালিসহ অন্তত ৮ গ্রামের কৃষক শত শত হেক্টর কৃষি জমি চাষাবাদ করতেন। খালে পানি প্রবাহ কমে যাওয়ায় এসব গ্রামের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানির অভাবে বোরো আবাদ করতে পারেননি অনেক কৃষক।’

বাঘরী এলাকার বাসিন্দা সবিতা রানী বলেন, ‘খালের পানি দুষিত হওয়ার কারণে এখন তা আর ব্যবহারের উপযোগী নেই। সরকারে নির্দেশনা থাকার পরেও উপজেলা সদরের একমাত্র খালটি দূষণ ও দখল মুক্ত করতে না পাড়লে এর দায় প্রশাসন এড়াতে পারে না।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ বেগম পারুল বলেন, ‘খাল দখলের বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া হয়েছে। অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করতে দ্রুতই অভিযান পরিচালিত হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন