তোরাবগঞ্জ বাজার পরিচালনা কমিটির ভোটগ্রহণ কাল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২০ ২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে অনুষ্ঠিত হবে আগামী কাল বুধবার। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এদিকে সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশনার।ব্যালেটে প্রত্যেক প্রার্থীর ছবি ও প্রতীক রয়েছে। এতে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সুবিধা হবে।

 

জানা গেছে, ১৯৭৩ সালের পর এ বাজারে কোন ব্যবসায়ী সংগঠনের কমিটি হয়নি। দীর্ঘ বছর বাজারে কোন সংগঠন না থাকায় এ নির্বাচন ব্যবসায়ীদের কাছে ভিন্নধর্মী।

সূত্র জানায়, তোরাবগঞ্জ বাজারে ৭শ ২১জন ভোটার রয়েছে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এদিকে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজারের ঘর মালিক ফয়সল আহমেদ রতন।

 

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন মোহনানিউজকে বলেন, একটি নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন করতে সকল ধরণের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন