ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৫ই জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে চারজনের মৃত্যু হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে ট্রেনের কয়েকটি বগিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দুপুরে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে গোপীবাগের সামনে ট্রেনে আগুন লাগে। এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তাঁর শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন