ছয় বলে ছয় ছক্কা মারলেন থিসারা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ
NELSON, NEW ZEALAND - JANUARY 08: Thisara Perera of Sri Lanka celebrates his half century during game three of the One Day International match between New Zealand and Sri Lanka at Saxton Field on January 8, 2019 in Nelson, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন অলরাউন্ডার থিসারা পেরেরা। গতরাতে (রবিবার) শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে এমন কীর্তি গড়েন পেরেরা। মেজর ক্লাব টুর্নামেন্টের খেলা ছিল সেটি।

শ্রীলঙ্কান আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে নামেন পেরেরা। ৪১ ওভারের ম্যাচে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেরেরার দল। ৩৭.৪ ওভারে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ক্রিজে যান পেরেরা। তখন ইনিংসের ২০ বল বাকি ছিল।

ইনিংসের শেষ ওভারে ডানহাতি অফ-স্পিনার দিলহান কোরির ছয় বলে ছয় ছক্কা মারেন পেরেরা। ১৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৮টি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দলের পক্ষে আসান বান্দিকা ১২৪ ও হামিশা লিয়ানাগে অপরাজিত ১০১ রান করেন। পেরেরার দল করে ৩ উইকেটে ৩১৮ রান।

পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে হারের মুখেই ছিল ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব। ১৭ ওভারে ৬ উইকেটে ৭৩ রান তুলেছিল তারা।

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারলেন পেরেরা। সর্বশেষ গত ৪ মার্চ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কান স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে ছয় বলে ছয় ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। প্রথমবার ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন