চাঁদপুর সনাকে ইয়েস’র নতুন নেতৃত্ব

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০১৭ ৪:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সনাকের ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস)র নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(৯ নভেম্বর) মাসিক সভায় রত্না আক্তারকে দলনেতা, তাসমিয়াহ রহমান দিপা ও মোঃ কাউছার আলমকে সহ-দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। জানাগেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সচেতনতামূলক নানা কর্মসূচি করে থাকেন। ইয়েস গ্রুপ ওই সংগঠনের চালিকা শক্তি হিসেবে কাজ করে

থাকে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভুমি ও জলবায়ু বিষয়ে সচেতনতা মূলক কাজ করেন ইয়েস গ্রুপ। দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যেও এ গ্রুপটি নিরন্ত কাজ করে

যাচ্ছেন। ২০১৮ সালের ৮ মে পর্যন্ত ৬ মাস ইয়েস গ্রুপের নেতৃত্ব দিবেন রত্না আক্তারক, তাসমিয়াহ রহমান দিপা ও মোঃ কাউছার আলম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন