চাঁদপুরে করোনা উপসর্গে ছেলে ও বাবার পর মায়ের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ মে, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে ১৩ দিনের মাথায় বাবা-মা-ছেলেসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।   শনিবার ((৩০ মে) সকাল সাড়ে ১১ টায় সর্বশেষ ওই পরিবারের মায়ের মৃত্যু হয়। এর আগে, গত ২৮ মে মারা যান বাবা। তার ১২ দিন আগে গত ১৭ মে মারা যান তাদের ছেলে।

আজ কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাহ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের ওই পরিবারের ছেলে গত ১৫ মে ঢাকা থেকে কচুয়ায় আসেন। কিন্তু, তিনি কাউকে বিষয়টি না জানিয়ে বাড়ির অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করেন। গত ১৭ মে সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পাঠালে রিপোর্ট পজিটিভি আসে।’

‘ছেলের মৃত্যুর পরে আমরা বাড়িটি লকডাউন করি। কিন্তু, ১২ দিন পর গত ২৮ মে সকালে তার বাবাও করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মারা যান। ওইদিন মৃত বাবা ও জীবিত মায়ের নমুনা সংগ্রহ করা হয়। আজ তার মায়েরও মৃত্যু হয়। তবে, তার বাবা ও মা দুজনের করোনা ছিল কি না তা রিপোর্ট হাতে পাওয়ার পরে জানা যাবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন