চাঁদপুরে আনসার ভিডিপির বৃক্ষরোপণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ২:২২ অপরাহ্ণ

মুজিববর্ষের আহ্বান ‘লাগাই গাছ, বাড়াই বন’ এই স্লোগান নিয়ে চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রবিবার দুপুরে শহরের খলিশাডুলি এলাকায় নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল। এ সময় চাঁদপুরের ৮ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা তুলে দেন জেলা কমান্ড্যান্ট।

চারা বিতরণকালে তিনি বলেন, সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করা হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশে সেই উৎসবকে ঘিরে এই বাহিনীর সদস্যরা চাঁদপুর জেলায় ১০০০ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরো জানান, এসবের মধ্যে রয়েছে আম, পেয়ারা, কাঁঠাল, আমলকি, অর্জুনসহ নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি জাতের চারা গাছ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন