গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মার্চ, ২০১৯ ২:১৮ অপরাহ্ণ

ফের গ্যাসের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলো যে প্রস্তাব করেছে তা বিধিবহির্ভূত অভিযোগ করে এ ধরনের প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) পক্ষে বুধবার এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

সম্প্রতি গ্যাসের বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে ১ চুলা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা ও ২ চুলা ৮০০ থেকে বাড়িয়ে ১ হাজার ২শ’ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে।

এছাড়া মিটার যুক্ত গ্যাসের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

এ লক্ষ্যে রাজধানীর টিসিবি ভবনে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল ১৪ মার্চ পর্যন্ত এ গণশুনানি চলবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন