খাবার নিয়ে অসহায়দের পাশে একঝাঁক কলেজ শিক্ষার্থী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুরে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে কলেজ শিক্ষার্থীরা খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (৬ এপ্রিল) সদরের হামছাদী, পার্বতীনগর ও কমলনগরের চরমার্টিন ইউনিয়নের এসব বিতরণ করা হয়।


জানা গেছে, প্রাণঘাতি করোনার প্রাদুর্ভাব রোধে মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছ। এরমধ্যে শ্রমজীবি মানুষগুলো কাজ বন্ধ হয়ে অসহায় হয়ে পড়েছে। তাদের সহযোগীতার করার জন্য একঝাঁক কলেজ শিক্ষার্থী খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

এতে প্রতি পরিবারকে ৫ দিনের চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ ও মুড়ি দিয়েছে। এছাড়া প্রত্যেক পরিবারকে একটি করে সাবান দেওয়া হয়েছে।


খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নাহিদ পণ্ডিত , মনির হোসেন, সানিম, আরিফ, টিপু ও ফয়সাল প্রমুখ। তারা লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।


এ ব্যাপারে কলেজছাত্র নাহিদ পন্ডিত বলেন, মরণব্যাধি করোনা সবাইকে কর্মহীন করে রেখেছে। এতে শ্রমজীবিরা খুব কস্টে রয়েছে। দিনে এনে দিনে খাওয়া যাদের অভ্যাস, তাদের এখন উপার্জন নেই। আমরা কয়েকজন বন্ধু সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করেছি। সবাইকে করোনা প্রতিরোধে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন