কোম্পানীগঞ্জে পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ জুন, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ

পদ্মা সেতু নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আবুল কালাম আজাদ (৪২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসেমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল কালাম আজাদ কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নম্বর চরহাজারী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত প্রকাশ ভাইয়া হাসেমের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি রাতে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার (২৪ জুন) একটি বেসরকারি টেলিভিশনের ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ নিজের ফেসবুক আইডি থেকে পদ্মা সেতু নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। পরে তদন্ত করে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, আবুল কালাম আজাদকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে তার মোবাইল ফোন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন