কাশেমের নৌকা, টিপুর দোয়াত কলম

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ মার্চ, ২০১৯ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর। জেলার ৫টি উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্ণিং কর্মকর্তাদের কার্যালয়ে এসে প্রতীক বরাদ্ধ নেন।


জেলার ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে আওয়ামী লীগের লোকজনই লড়ছেন। চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্ধন্ধিতা করছেন।

এদিকে রামগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন ।


লক্ষ্মীপুর সদর উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন আবুল কাশেম চৌধুরী। তিনি সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একেএম সালাহ্ উদ্দিন টিপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন