কলেজ ছাত্রীর সাহসিকতায় গ্রেপ্তার বখাটে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ মার্চ, ২০১৯ ৬:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ফারহেনা নওরীন নামে এক কলেজ ছাত্রীর সাহসিকতায় হয়েছে তানভীর আহমেদ সিদ্দিক (২৩) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানার পুলিশ।

নওরীন কর্ণফুলীর জুলদা গ্রামের আহাম্মদ আলীর মেয়ে। বর্তমানে তারা নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা।

সিটি কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী ফারহেনা নওরীনের মোবাইলে ধারণ করা একটি ভিডিও’র সূত্র ধরে এই বখাটেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ৬ মার্চ বাসায় যাওয়ার পথে ফারহাহেনাকে তিন দফা উত্ত্যক্ত করে মোটরসাইকেল আরোহী তানভীর আহমেদ এবং মো. সোহেল নামে দুই যুবক। কলেজছাত্রী ফারহানা মোবাইলে ধারণ করে তা ফেসবুকে দেয়। আমাকে সে ম্যাসেঞ্জারে জানানোর পর আমরা শনিবার এক আসামিকে গ্রেপ্তার করি।

কলেজছাত্রী ফারহেনা জানায়, ‘তারা দুজন খুব কুরুচিপূর্ণ মন্তব্য এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। আমি মোবাইল ফোনে তা ধারণ করে ফেসবুকে শেয়ার দিই এবং পুলিশকেও জানাই’।

তিনি বলেন, ‘আমাদের সচেতন হতে হবে। না হয় বারবার তারা আমাদের এভাবে হয়রানি করবে। অশ্লীলতায় সমাজ ঢেকে যাবে। তাই আমি পুলিশকে জানিয়েছি’।

‘আমি চাই অন্য মেয়েরাও ইভটিজিংসহ সকল অন্যায় মুখ বুজে সহ্য না করে প্রতিবাদ করুক’।

গ্রেপ্তার তানভীর আহমেদ সিদ্দিক (২৩) বাকলিয়ার বাইদ্দার টেক এলাকার। পলাতক মো. সোহেল হালিশহর সবুজবাগ এলাকার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন