করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে নারীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ জুন, ২০২০ ১১:০৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের পাঠান বাড়িতে করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবারসহ ১০ পরিবারকে লকডাউন করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে ওই নারীকে হাসপাতালে ভর্তি করে তার স্বজনেরা। তার স্বামীর নাম মনির হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায় , কয়েকদিন যাবত ওই নারী জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার সকালে তাকে সদর হাসপাতালে ভর্তি করলে দুপুরে তিনি মারা যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারণে তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। তার পুরোবাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন