করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গার্লফ্রেন্ড

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ জুলাই, ২০২০ ২:১২ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারী কিম্বার্লি গুইলফয়ল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার নির্বাচনী প্রচারণা তহবিল সংগ্রহকারী কমিটির শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্পের ভিক্টরি ফিন্যান্স কমিটির চিফ অফ স্টাফ সার্জিও গর বলেছেন, পরীক্ষার ফল পজিটিভ আসার পর কিম্বার্লি তাৎক্ষণিকভাবে আইসোলেশনে গেছেন। তিনি সুস্থ আছেন। কিম্বার্লি অ্যাসিম্পটোমেটিক হওয়ায় আবারও তার করোনা পরীক্ষা করা হবে। তবে পূর্ব সতর্কতা হিসেবে তার সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বিবৃতিতে গর বলেন, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনিও স্বেচ্ছা আইসোলেশনে গেছেন এবং সব ধরনের অনুষ্ঠানে যোগদান বাতিল করেছেন।

সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের মাউন্ট রাশমোরে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেয়ার কয়েক ঘণ্টা আগে কিম্বার্লি করোনায় আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের ভিক্টরি ফিন্যান্স কমিটির সূত্র বলছে, কিম্বার্লি গুইলফয়ল সম্প্রতি প্রেসিডেন্টের সংস্পর্শে যাননি। তিনি তুলসা, ওকলাহোমায় গিয়েছিলেন। সেখানে প্রেসিডেন্টের সমাবেশ আয়োজনের নেপথ্যে কাজ করেছিলেন। তবে সেসময় তাকে মাস্ক পরতে দেখা যায়নি বলে অনুষ্ঠান সংশ্লিষ্টরা বলেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক ব্যক্তিত্ব গুইলফয়ল চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প ভিক্টরি ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান।

প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছাকাছি যাওয়া তৃতীয় ব্যক্তি হিসেবে কিম্বার্লি গুইলফয়ল করোনায় আক্রান্ত হলেন। এর আগে গত মে মাসে মার্কিন নৌবাহিনীর এক সদস্য; যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারে খাবার পরিবেশন করতেন, তিনি করোনায় আক্রান্ত হন। এছাড়া একই মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন