করোনায় ইউরোপে মৃত্যু ৩০ হাজার ছড়িয়েছে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার। আর এর মাঝে ইউরোপেই মৃত্যু হয়েছে ৩০ হাজারের বেশি।

করোনাভাইরাস প্রথমে বড় আঘাত করে চীনে, তারপর ইরানে।  এরপরেই বড় আঘাত হানে ইতালিতে। তবে করোনাভাইরাসের কেন্দ্র এখন ইতালি থেকে সরে ক্রমেই স্পেনের দিকে যাচ্ছে।স্পেন এখন বিশ্বের তৃতীয় দেশ যেখানে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস আপডেট বলছে, স্পেনে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজারের বেশি মানুষ।

অর্থাৎ, শুধুমাত্র স্পেন ও ইতালিতেই মারা গেছে মোট ২০ হাজারের বেশি মানুষ।গোটা ইউরোপের অবস্থাই এখন শোচনীয়। চীনে মৃতের সংখ্যা তিন হাজার দুই’শর মতো। এর চেয়ে বেশি মারা গেছে কেবল ফ্রান্স, ইতালি ও স্পেনে। ইটালিতে মৃতের সংখ্যা ১২,৪২৮। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১৭ শ ছাড়িয়েছে। আর নেদারল্যান্ডসে ১ হাজার ছাড়িয়েছে। এছাড়া বেলজিয়ামে ৮০০র বেশি মানুষ মারা গেছে।আবার জার্মানিতেও ৮০০র কাছাকাছি মানুষ করোনাভাইরাসে মারা গেছেন। সুইজারল্যান্ডে ৫শর কিছু কম মানুষ মারা গেছে। তুরস্ক, সুইডেন ও পর্তুগালেও দেড় শর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অস্ট্রিয়ায় মারা গেছে একশোর মতো মানুষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন