কমলনগরের দুই শিক্ষককে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০১৯ ১১:১২ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরের দুই প্রধান শিক্ষককে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে মোঃ নুরুল আলম ও মিজানুর রহমানকে এ সম্মাননা দেয়া হয়।


মোঃ নুরুল আলম উপজেলার মতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও মিজানুর রহমান চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বিচারপতি মো. নিজামুল হক নাসিম।


সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. আ ন ম মেশকাত উদ্দিন, ভাষা সৈনিক আবদুল জলিল, অ্যাডভোকেট আবিদা আঞ্জুম মিতা এমপি, নওশাদ হোসেন মুন, আর কে রিপন।


উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা কবিতা পরিষদের সভাপতি সোলায়মান চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানে তাদেরকে ওই উপজেলা থেকে নির্বাচিত করেছে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ। এ পরিষদের আয়োজনে তাদেরকে সম্মাননা দেয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন