এক কাতল মাছের দাম প্রায় ৪৯ হাজার টাকা !

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ জুলাই, ২০১৯ ১০:৫৫ পূর্বাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে।

এর ওজন ২৭ কেজি ২০০ গ্রাম বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার সকালে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় বক্কার হলদার নামের এক জেলের জালে এ কাতল মাছটি ধরা পড়ে।

এ বিষয়ে জেলে বক্কার হলদার জানান, সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট হয়ে নৌকা মাঝ নদীতে নিয়ে যাই। সেখানে গিয়ে জাল ফেলার কিছুক্ষণ পরই অনুভব করি জাল অনেক ভারি হয়ে আছে। অনেক কষ্টে জাল নৌকায় সাবধানে টেনে তুলে দেখি বিশাল আকৃতির এই কাতল মাছ। এটি আমার ওপর আল্লাহ রহমত হয়ে এসেছে।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট জানান, বক্কারের সেই কাতলটি আমি কিনে নিয়েছি। এতো বড় কাতল মাছের তেমন একটা দেখা মেলে না।

কাতলটির ওজন ২৭ কেজি ২০০ গ্রাম এবং বক্কার থেকে মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে কেনেন বলে জানান তিনি।

তিনি বলেন, মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে ৪৮ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন