ইসমাইলের বাদাম বিক্রির টাকায় চলে সংসার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ৭:৩০ অপরাহ্ণ

নুর মোহাম্মদ: ইসমাইলের বয়স নয় বছর। এ বয়সে বিদ্যালয়ের সহপাঠিদের নিয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মগ্ন থাকার কথা। হ্যাঁ ইসমাইল বিদ্যালয়ে যায়। খেলার মাঠেও দেখা যায়। তবে বই-খাতা আর ক্রীড়া সামগ্রী নিয়ে নয়; বাদামের ঝুড়ি নিয়ে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে বিক্রি করে বাদাম । ইসমাইল এ বয়সে বহন করতে হয় চার সদস্যর পরিবারের খরচ। সেজন্য লক্ষ্মীপুরের বিদ্যালয়, খেলার মাঠ ও বিভিন্ন বাজারে বিক্রি করে বাদাম।


এছাড়াও ইসমালকে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, আদালত পাড়া, ঝুমুর এলাকাসহ বিভিন্ন গাড়িতে বাদাম বিক্রি করতে দেখা যায় ।


ইসমাইল লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের শাহজাহান মেম্বারের বাড়ির আব্দুল মান্নানের ছেলে।


তার বাবা সিএনজি চালক। এ উপর্জন দিয়েই সংসার চলার কথা। কিন্তু তার বাবা উদাসীন প্রকৃতির হওয়ায় সংসার টাকা দিচ্ছে না। এজন্য নয় বছরের ইসমাইল বিদ্যালয়ে পড়ালেখা বাদ দিয়ে বিক্রি করতে হয় বাদাম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন