ইমাম-শিক্ষকরা সমাজে সর্বোচ্চ সম্মানের অধিকারী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ইমাম-শিক্ষকরা সমাজে সর্বোচ্চ সম্মানের অধিকারী। দেশের সকল ইমাম-মুয়াজ্জিনকে সরকারিভাবে ভাতা প্রধান করা হবে। আশা করছি খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে৷ ইমাম
ও মুয়াজ্জিনদের ভাতা অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন বক্তারা।


লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ২০ জন ইমাম-মুয়াজ্জিনকে ভাতা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উত্তর শাকচর গ্রামের স্থানীয় ঈদগাঁহ ময়দানে ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


জানা গেছে, উপজেলার শাকচর ইউনিয়নের ২০ জন ইমাম-মুয়াজ্জিনকে ১২ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। এরমধ্যে ইমামদের ৭০০ ও মুয়াজ্জিনদের ৫০০ টাকা করে ভাতা নির্ধারণ করা হয়েছে। আগামি এপ্রিল মাস থেকে আরো ২২ জনসহ ৪২ জনকে ভাতা প্রদান করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য  কাজী শহিদ ইসলাম পাপুল। 


শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।


এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, মাহবুবুল হক মাহবুব, যুবিলীগ নেতা আবদুল জব্বার লাভলু, মোফাচ্ছের হোসেন চুন্নু ও কে এম বাপ্পি কবির প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন