ইভিএমে ছয় আসনে পরীক্ষামূলক ভোটগ্রহণ শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৪ অপরাহ্ণ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে ইসি।  নতুন এই মেশিন ভোটারদের মধ্যে পরিচিত করতে ভোটের তিনদিন আগে ইসি ‘পরীক্ষামূলক ভোট’ আয়োজন করেছে।

 

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রের সবগুলোতেই এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে এতে নির্বাচনের মতো ভোটার উপস্থিতি নেই।

 

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে। সেই তিনটি আসনেই আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রহীরা কেন্দ্রে গিয়ে পরীক্ষামূলকভাবে ভোট দেওয়া শুরু করেছেন।

 

আসনগুলো হচ্ছে- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। এসব আসনের আট শতাধিক কেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার রয়েছে।

 

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট মোহাম্মদ শাহীনুর মিয়া জানান, ৬টি আসনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার জন্য ইসির এই প্রচার কার্যক্রম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন