আ’লীগ মনোনয়নপ্রত্যাশীর তিন মাসের জেল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৮ ১:২২ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক নেতার তিন মাসের জেল হয়েছে। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাজশাহী জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ওই নেতার নাম ইব্রাহিম হোসেন মুন। তিনি ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তিনি পাবনা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির জানান, শনিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় মুনের মালিকানাধীন ‘সিয়ামুন’ চাইনিজ রেস্তোরাঁয় ভেজালবিরোধী অভিযান চালাতে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন মুন।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক তখন সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে মুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন