আচরণবিধি লঙ্ঘন: রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত যানবাহন নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর ১ সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন নির্বাচনী প্রচারণা শুরু করলে সেই অতিরিক্ত গাড়িবহর নির্বাচনী প্রচারণায় থাকার দায়ের রাস্তায় জ্যাম সৃষ্টি হয়। এতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌর ৪নং কলচমা ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন রানা নামের ওই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও তার সমর্থকরা। এবং বলা হয়েছে প্রচারণায় মোটর সাইকেল শোডাউন করা এবং মানুষের চলাচলে বিঘ্ন হয় এমন কাজ করা যাবে না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন