অসহায় কুকুরদের পাশে জয়া আহসান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ

করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে প্রায় লকডাউন চলছে। বিশেষ করে কর্মচঞ্চল আর লোকারণ্যে মুখর রাজধানী ঢাকার বুকজুড়ে শূন্যতা। নেই যানবাহনের চলাচল, নেই মানুষের সমাগম।

ঢাকার এমন ভিন্ন রূপে বিপাকে পড়েছেন অসহায় দিনমজুর মানুষেরা। আর তাই তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সামর্থ্যবানেরা।

কিন্তু ঢাকা ফাঁকা হয়ে যাওয়ার কারণে খাদ্যের অভাবে পড়েছে রাস্তার অসহায় কুকুরেরা। এই কুকুরদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী জয়া আহসান।

পশু-প্রাণী প্রেমী জয়া আহসান নিজে রান্না করে রাস্তার কুকুরদের খাওয়ালেন। ভাত আর মুরগির ঝোল রান্না করে সেটা নিয়ে ছুটে গেছেন মগবাজার, ইস্কাটন গার্ডেন ও দিলু রোড এলাকার বিভিন্ন রাস্তায়। মাস্ক আর গ্লাভস পরে সেই খাবার তুলে দিলেন কুকুরদের মুখে।

জানা গেছে, গত ২৭ মার্চ থেকে টানা পাঁচ দিন প্রায় ২৫-৩০টি কুকুরকে খাবার খাইয়েছেন জয়া। যদিও তিনি নিজে এই খবরটি জানাতে চাননি। তবে তার ভাই অদিত মাসউদ ফেসবুকে পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন।

প্রসঙ্গত,গত ৮ মার্চ বাংলাদেশে সংক্রমণ বিস্তার করেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ জন ও সুস্থ হয়েছেন ২৬ জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন