অসহায়দের জন্য সবুজ বাংলাদেশ ফুড ব্যাংক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ১১:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিবেশবাদী সংগঠন করোনা মোকাবেলায় দেশব্যাপি ত্রাণ বিতরণের পর এবার পুরোও রজমান মাস জুড়ে বিতরণ করবেন নতুন পদ্ধতিতে বিতরণ। বিস্তারিত নোটিশে রয়েছে

হারবে করোনা জিতবে দেশ
না খেয়ে থাকবে না পুরো দেশ।

সম্মানিত দেশবাসী দেশের মধ্যে মহামারি করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এই সংকটে হতদরিদ্র মানুষ এবং নিম্ন আয়ের মানুষগুলো নিজের কর্ম হারিয়ে অসহায় এবং অনাহারে আছেন।
ইতিমধ্যে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ  এবং বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ বিতরণে কাজ করছে।
সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুরসহ বাংলাদেশ’র বিভিন্ন জেলা, উপজেলায় জীবাণুনাশক স্প্রে, পরিস্কার সামগ্রী বিতরণ এবং দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করছে।
সবুজ বাংলাদেশ দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে
গঠন করেছে গরিবের জন্য Food Bank (খাদ্য ব্যাংক)  এই ব্যাংকে সকল শ্রেণি পেশার মানুষ চাইলে ৫০/১০০/২০০/৩০০/৫০০/ টাকা সামর্থ্যানুযায়ী জমা দিতে পারেন।
পুরো রমজান মাস জুড়ে প্রত্যেকের অনুদানের টাকার ত্রাণ পৌছে দিবো আমরা খাদ্যের প্রয়োজন এমন অসহায় ও মধ্যবিত্ত মানুষদের কাছে।

আমরা বিতরণ করবো শিশু খাদ্য, চাল, ডাল, পেঁয়াজ, তেল, সবজি, ইফতারি, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য।

আপনার অর্থ আছে বাসা থেকে বের হতে পারছেন না লোক নেই কিন্তু যথেষ্ট ইচ্ছা আছে ত্রাণ বিতরণ করার। আপনি আমাদের সেচ্ছাসেবক টিমের সহযোগীতায় সাহায্যের হাত  বাড়িয়ে দিতে পারেন।

অর্থ ছাড়াও আপনি চাইলে খাদ্য সামগ্রী কিনে দিতে পারেন।
কথা দিচ্ছি আপনার অনুদানের সব অর্থের খাদ্য পৌছাবে গরীবের হাতে।

দেশের বর্তমান পরিস্থিতিতে আপনি যখন মানুষের পাশে দাঁড়াবেন সৃষ্টিকর্তা একদিন আপনাকে তার ফল দিবে।
আসুন মানবতার টানে খাদ্য, অর্থ দিয়ে অসহায়দের পাশে দাঁড়াই।
নিজেদের সঠিক মানবসেবক হিসেবে পরিচয় দিই।

বন্ধ থাক সব ঘরের দরজা
খুলে যাক সব মানবতার কব্জা।

সবুজ বাংলাদেশ  উদ্যোগে অসহায় ও মধ্যবিত্তের  Food Bank (খাদ্য ব্যাংক)  অনুদান প্রদান করতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রয়োজনে:
০১৭২০৯৫৫৬৩৯
০১৭২৮৮৮২৬৭০
বিকাশ পার্সোনাল: ০১৭২০৯৫৫৬৩৯

মতামতের জন্য সম্পাদক দায়ী নন