হাতিয়ার সঙ্গে নোয়াখালীর নৌ যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মে, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বিপদ সংকেত বাড়ায় নোয়াখালীর মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন উপজেলা হাতিয়ার উপকূলীয় অঞ্চলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালী-হাতিয়া নৌ-রুটে সব ধরনের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। একইসঙ্গে সব ধরনের মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, দুর্যোগ মোকাবিলায় হাতিয়ার বিচ্ছিন্ন চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে থাকা ১৮৫টি আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে। জরুরি প্রয়োজনে জনগণকে এসব আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

অন্যদিকে ৭ নম্বর বিপদ সংক্ষেতের আওতায় পড়ায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার গ্রামে গ্রামে মাইকিং করেছে সিপিপির সদস্যরা। গত দুইদিন ধরে দিনরাত তারা জনগণকে সচেতন করতে মাইকিং করছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন